৩ হাজার ৪৪১ টাকায় ৭ ইঞ্চির ট্যাব

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৬, ০৭:৪১ পিএম

সোনালীনিউজ ডেস্ক

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সেলকন কম দামে ভারতের বাজারে একটি অ্যানড্রয়েড ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে। এটির মডেল সিটি ১১। ভারতের বাজারে এটির মূল্য মাত্র ২ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় মূল্য দাঁড়ায় ৩ হাজার ৪৪১ টাকা। ট্যাবটি অ্যামাজন ও প্রতিষ্ঠানটির রিটেল আউটলেটে পাওয়া যাচ্ছে।

এই সাশ্রয়ী দামের ট্যাবটির ডিসপ্লে ৭ ইঞ্চির ডব্লিউভিজিএ। অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এই  ট্যাবটিতে আছে ১.৩ গিগাহাটর্জের কোয়াডকোর এআরএম কর্টেক্স এ৭ প্রসেসর। বিল্টইন মেমোরি আছে  ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর ‍সুযোগ আছে।

ট্যাবটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা ভিজিএ মানের। এই ক্যামেরা দিয়ে ভয়েস কলিং সুবিধা নেয়া যাবে।

সেলকনের এই ট্যাবটিতে থ্রিজি সিম ব্যবহার করা যাবে।  এতে আছে ওটিজি ব্যবহারের সুবিধাও। এছাড়াও আছে কার্ড রিডার, মাউস ব্যবহারের সুবিধা এবং ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি।

এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

সোনালীনিউজ/ঢাকা/আকন