ফেসবুকে আপনি কাদের নজরদারিতে, জানবেন কীভাবে?

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০১৭, ০২:৩২ পিএম

ঢাকা: তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে কারো বিষয়ে তথ্য নেয়া খুবই সহজ কাজ; কিন্তু এর ফলে মানুষের নিরপত্তা বা গোপনীয়তা ঝুঁকির মধ্যেও পড়েছে। কারণ, আপনার অজান্তেই কেউ আপনার সম্বন্ধে সব তথ্য পেয়ে যাচ্ছে। যার ফলে ঘটতে পারে অনেক অপ্রীতিকর ঘটনা। তাই ফেসবুক বা এ ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে আপনার সতর্ক হওয়া উচিত। তবে যদি আপনি ফেসবুক ব্যবহারে আপনার প্রোফাইলে কে আজ ঢুকে তথ্য নিয়ে নিলো তা জানতে চান তারও কিছু উপায় আছে-

আপনার কম্পিউটরে প্রথমে গুগল ক্রোম ডাউলোড করুন। এর পর ড্রপ ডাউনে থেকে সেটিংসে যান। বাঁ দিকে দেখতে পাবেন গেট মোর এক্সটেনশন। ক্লিক করুন। সার্চে গিয়ে টাইপ করুন ফ্ল্যাটবুক। ক্রোমে অ্যাড করার অপশন ক্লিক করুন। নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে এক্সটেনশন।

ফ্ল্যাটবুক ক্রোম এক্সটেনশনে ডাউনলোড করুন। এর পর (http://fbpv.info/eng/) লিঙ্কে গিয়ে find out who তে ক্লিক করুন। এর পর দেখবেন আপনার স্কিনে একটা পেজ এসেছে সেখানে save বাটনে ক্লিক করুন। তারপর আপনার ফেসবুক প্রফাইল রিফ্রেস করুন। দেখবেন visitors একটা নতুন বাটন এসেছে। সেখানেই দেখতে পরবেন আপনাকে কারা নজরদারিতে রেখেছেন।

এখন দেখুন ভিডিওতে-

সোনালীনিউজ/ঢাকা/এআই