ফেসবুক আনল ৩৬০ ডিগ্রি ফটো ফিচার

  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৭, ১০:৩২ পিএম

ঢাকা: অভিনব এক ফিচার নিয়ে এল ফেসবুক। সম্প্রতি ফেসবুকে যুক্ত হলো নিজেদের অ্যাপে ৩৬০ ডিগ্রি ফিচার।

ফেসবুকে ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এবার দারুণ সুযোগ চলে এল নেটিজেনদের কাছে। সৌজন্যে ‘৩৬০ ফটো’ ফিচার। ফেসবুক অ্যাপের এই ফিচারের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি তুলতে পারবেন ইউজার। এর জন্য লাগবে না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য।

এই ফিচারটি পাবেন অ্যাপে নিউজ ফিড ফিচারের উপরে। এই ছবি ফেসবুকে শেয়ার করাও খুব সহজ। সেটা কীভাবে? অ্যাপের ওই ফিচারে ব্লু বাটনে ক্লিক করে ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারবেন। কোন জায়গা থেকে ছবি তোলা শুরু করবেন সে অপশনও পাবেন ওই ফিচারে।

এর পর সরাসরি আপনার ফেসবুক টাইমলাইনে তা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি ট্যাগ কিংবা কভার পিকচারও করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই ফিচার।


সোনালীনিউজ/ঢাকা/আকন