১২ ডিসেম্বর জাতীয় আইসিটি দিবস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৭, ০২:৫৮ পিএম

ঢাকা: প্রতি বছরের ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) দিবস পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার (২৭ নভম্বের) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বলে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শফিউল আলম বলেন, প্রতি বছরের ১২ ডিসেম্বরকে 'জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস' হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের 'খ' ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ। মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন দেয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়। সে হিসেবে ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী অনেক। হিসেব করলে দেখা যাবে, সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে আমরা ৭ বা ৮তম অবস্থানে আছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন