জামাকাপড় শরীর ঠান্ডা রাখবে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৬, ০১:২৬ পিএম

সোনালীনিউজ ডেস্ক

গরম আবহাওয়া  হয়ে গেলে ঠান্ডা করতে এর জুড়ি মেলা ভার। বলছি ঠান্ডা জামাকাপড়ের কথা। বাংলাদেশের তাপমাত্রা যে ভাবে বেড়েই চলেছে তাতে স্বভাবতই চিন্তা কারণ শহরবাসীদের। মার্চের মাঝামাঝিতেই তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০-৪০ ডিগ্রির আশপাশে। সুতির জামাকাপড়েও মিলছে না স্বস্তি। তবে এ বার মিলতে চলেছে এই সমস্যার মুশকিল আবসান।

টেকনিক্যাল রিসার্চ সেন্টার অব ফিনল্যান্ডের এক দল বিজ্ঞানী এমন জামাকাপড় আবিষ্কার করেছেন যা হার মানাতে পারে এয়ার কন্ডিশনকেও। তাদের দাবি, এই স্মার্ট জামাকাপড় এমন প্রযুক্তিতে বানানো হয়েছে যা স্বয়ংক্রিয় ভাবে বুঝে নেবে শরীরের তাপমাত্রা। ফলে সহজেই ঠান্ডা করবে শরীর। এই প্রযুক্তিতে তৈরি জামাকাপড়ে মাইক্রোফ্লুইডিক্স-এর পাশাপাশি রয়েছে সেন্সর ডিটেক্টর। এই প্রযুক্তি নাকি প্রতিটি ব্যক্তির দেহের তাপমাত্রা আলাদা করে বুঝতে পারবে। আর চাহিদা অনুযায়ী শরীরের তাপমাত্রাকেও কমিয়ে দেবে। এমনকী, চিকিৎসক, নার্স, পুলিশ, দমকল, সেনাবাহিনী, খেলোয়াড়— এ সব পেশার মানুষজন ছাড়া ছোট শিশুদের জন্যও আলাদা ধরনের এই ঠান্ডা জামা তৈরি করা হয়েছে।

সোনালীনিউজ/এন