তথ্য ফাঁসের ঘটনায় জাকারবার্গের দুঃখ প্রকাশ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৮, ১১:৩১ এএম

ঢাকা: ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার ঘটনাকে ফেসবুকের বড় ধরণের ব্যর্থতা বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার ফেসবুকের তথ্য চুরির বিষয়ে মার্কিন সিনেটে দেয়া সাক্ষাতকারে, তথ্য দিয়ে ব্যবহার করা অ্যাপের নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেন তিনি।

সামাজিক মাধ্যম ব্যবহার করে রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্র মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে-এমন শঙ্কায় আতঙ্কিত আইনপ্রণেতাদেরও আশ্বস্ত করার চেষ্টা করেন জাকারবার্গ।

সমস্যা সমাধানে ফেসবুক কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে জানিয়ে তিনি বলেন, ভুয়া একাউন্ট চিহ্ণিত করতে কৃত্তিম বুদ্ধিমত্তা খুব ভালো কাজে দেবে। যার মাধ্যমে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ থেকে রেহাই পাওয়া যাবে বলেও মত দেন তিনি।

রুশ অপারেটরদের থেকে ফেসবুককে রক্ষায় অবিরত যুদ্ধ করতে হচ্ছে উল্লেখ করে, এই পরিস্থিতিকে ‘অস্ত্র প্রতিযোগিতার’ সঙ্গেও তুলনা করেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন