ফেসবুকে ভুলে পাঠানো ম্যাসেজ ডিলিট করার পদ্ধতি

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮, ০২:২৩ পিএম

ঢাকা: অনেক সময়ই আমাদের কারো না কারো কাছে ভুলে ম্যাসেজ চলে যায়। যা নিয়ে আমরা প্রতিনিয়ত বিব্রতবোধ করি। তবে আপনি ইচ্ছা করলেই ম্যাসেজটি ডিলেট করে দিতে পারবেন। তার জন্য উওরটি সহজেই জেনে নিন।

ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করা যায়। এ জন্য কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় প্রথমে মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে।

এবার পোস্ট করা মেসেজ বা ছবির বাঁয়ে থাকা তিনটি ডট চিহ্নে কার্সর রাখলেই ডিলিট অপশন পাওয়া যাবে। ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

এছাড়া স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে পাঠানো মেসেজের ওপর কার্সর রাখলেই বিভিন্ন রি-অ্যাকশন ইমোজিসহ স্ক্রিনের নিচে ডিলিট অপশন দেখা যাবে। এতে ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।


সোনালীনিউজ/ঢাকা/আকন