সবার জন্য উন্মুক্ত ফেসবুক লাইভ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০১৬, ১০:৩৩ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

লাইভ ভিডিও প্রচারের জনপ্রিয়তা আকাশচুম্বী। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এবার এই জনপ্রিয় ফিচারে যুক্ত হলো। আজ আরো পরের দিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

বুধবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ফেসবুকে ভিডিও লাইভের একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছেন।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুক গ্রুপ, ইভেন্ট ও অন্যান্য ফিচারে লাইভ অংশ নিতে পারবে। এখই সঙ্গে বন্ধুদেরকে লাইভ ভিডিও দেখাতে পারবে। তবে প্রাথমিকভাবে বিশ্বের ৬০ দেশে ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করা যাবে।

গত বছরের আগস্টে ফেসবুক প্রথম লাইভ অপশন চালু করে। সে সময় বেশ কয়েকজন সেলিব্রেটি এ সুযোগ পান। এরপর থেকেই জুকারবার্গ এটি সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন