ক্যালেন্ডার অ্যাপে নতুন ফিচার যোগ করলো গুগল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৬, ০৯:৪৫ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

ক্যালেন্ডার অ্যাপে নতুন ফিচার যোগ করলো গুগল। নতুন এই ফিচারটির নাম ‘গোলস’। এই ফিচারটি ব্যবহারকারীকে তাদের প্রিয় কাজ খুঁজে দেবে।

অ্যাপটির গোলস ফিচার দৈনন্দিন কাজের ভিড়ে প্রিয় কাজটি কখন করতে হবে তা জানিয়ে দেবে। অ্যাপটির ব্যবহারকারীকে শুধুমাত্র ‘গোল’ বেছে নিতে হবে এবং অ্যাড বাটন ক্লিক করতে হবে। এরপর কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে।

এসব প্রশ্নের মধ্যে আছে ‘হোয়াট ইউ প্লান টু টেক আপ?’, ‘হাউ ওফেন ইউ ওয়ান্ট টু ডু ইট’ এবং ‘ফর হাউ লং অ্যান্ড হোয়াটস দ্য বেষ্ট টাইম ফর ইউ ডুইং দ্য’, ইত্যাদি।

এই অ্যাপটি অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইসে ব্যবহার করা যায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন