ঘূর্ণিঝড় ‘ফণি’: পাঠকের চাপে ডাউন আবহাওয়া ওয়েবসাইট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০১৯, ০৩:৫০ পিএম

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ আরও শক্তি সঞ্চার করে বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যদিও ‘ফণি’ ভারত উপকূলে মূল আঘাত হানবে, তবে বাংলাদেশের খুলনা অঞ্চলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

‘ফণি’র সর্বশেষ খবর জানতে সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি সাধারণ মানুষও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুঁ দিচ্ছেন।

এদিকে অতিরিক্ত পাঠকের চাপে তাদের ওয়েবসাইট ডাউন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টার পর থেকে আবহাওয়া অধিদপ্তরের সাইটে ঢুকা যাচ্ছিল না।

অবশ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে ঘূর্ণিঝড় ‘ফণি’ নিয়ে সর্বশেষ আপডেটগুলো পোস্ট করা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, প্রচুর ইউজারের (পাঠক) চাপে সাইট ডাউন হয়ে গেছে।

কখন থেকে এই সমস্যা দেখা দিয়েছে জানতে চাইলে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বলেন, ঘণ্টা দুয়েক এমনটা হচ্ছে। তবে বিষয়টি সমাধানে কাজ চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন