বেফাঁস মন্তব্যে বেকায়দায় সাভারের এমপি এনাম!

  • সোনালী বিশেষ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৮:৪০ পিএম

ঢাকা : ‘পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি’— ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের এমন মন্তব্যে সমালোচনার ঝড় বইছে দেশ-বিদেশে। সমালোচনায় মুখর খোদ সরকারি দলের নেতা-কর্মীরাও। দলের হাইকমান্ড থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

শুধু বক্তব্যই নয়, ফেসবুকসহ আরও অন্তত ১২টি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়ায় দেশ-বিদেশে এ নিয়ে আরও সমালোচনার ঝড় উঠেছে। এ ধরনের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের কারণে যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে দলে দলীয় সূত্র জানায়।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, শুধু বক্তব্যেই নয়, তার ব্যক্তিগত জীবনে নানা নারী কেলেঙ্কারির ঘটনা নিয়েও সাভারে রয়েছে রসাত্মক সমালোচনা। এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতানেতাকর্মীরা বলছেন, তবে কি বহিষ্কার হতে যাচ্ছেন ডা. এনামুর রহমান?

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে আতঙ্কে বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীসহ সাভারের সাধারণ মানুষ। তাদের প্রশ্ন— রানা প্লাজার ঘটনায় ‘মানবিকতার’ পরিচয় দিয়ে পুরস্কারস্বরূপ আওয়ামী লীগের টিকিটে এমপি বনে যাওয়া ডা. এনামুরের পরবর্তী টার্গেট কে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তার এ বক্তব্যে বিব্রত দলের হাইকমান্ড।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, অরাজনৈতিক ব্যক্তি ‘মানবিকতার’ পরিচয় দিয়ে এমপি হয়ে হঠাৎ কেন অমানবিক হয়ে উঠলেন? নাকি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি অস্বাভাবিক ছিলেন? ঘটনা যাই হোক না কেন, একজন এমপির এ ধরনের বক্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দলীয় সূত্র জানায়, শনিবার (২২ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে কয়েকজন শীর্ষ নেতা সাভারের দলীয় এমপির বক্তব্যটি প্রসঙ্গক্রমে আলোচনা করেন। তারা বলেন, আওয়ামী লীগ সব সময়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ‘পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি’ এ ধরনের বক্তব্য দিয়ে দলকে বিব্রত করেছেন তিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে সরকারি দলের এমপি এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁশব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু-এক জন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাব। ’

পরদিন এমপি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ১২টি দৈনিকে বিজ্ঞাপন প্রচার দেন। নিজের ফেসবুকেও বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন। এ ঘটনায় তাকে নিয়ে দলের ভিতরে-বাইরে ব্যাপক সমালোচনা চলছে। এ ছাড়া তার একাধিক বিয়েসহ ব্যক্তিজীবন নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।

এক প্রতিক্রিয়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা বলেন, ‘সংসদ সদস্য ডা. এনামুর রহমানের দেয়া বক্তব্য সঠিক। এমপির সম্মতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কাজ করেছে। বিরোধীদলীয় রাজনীতিবিদদের ঘায়েল করার জন্য নয়, সন্ত্রাস দমনের জন্যই তার সম্মতিতে ৫ জনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে।

একজন এমপি এ ধরনের নির্দেশ দিতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তিনি পারেন না। এটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তেই হওয়া উচিত।’

ডা. এনামুরের বক্তব্য নিয়ে প্রশ্ন করলে সাভারের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, এটা কোনো সুস্থ মানুষের কথা না৷ কোনো সুস্থ মানুষ এটা বলতে পারেন না৷ এটা তো আইন-শৃঙ্খলা বাহিনীর এখতিয়ার৷ জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাজ হলো জনগণের নিরাপত্তা দেয়া৷ আইনশৃঙ্খলা বাহিনী কি তালিকা করে ক্রসফায়ারে দেয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই ডোন্ট থিংক সো।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘একজন এমপি হিসেবে তার বক্তব্য নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তার বক্তব্যের জন্য দল বিব্রত। দলীয় ফোরামে এ নিয়ে কথা হবে। দলীয় ফোরামে কথা বলে বক্তব্যের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

এদিকে শনিবার (২২ জুলাই) সংবাদ সম্মলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণায় এটি প্রমাণিত হলো যে, এতদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী রক্ত আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের অভিযোগ যথার্থ।

রিজভী বলেন, সরকারদলীয় এই এমপির ঘোষণার সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম, খুনের সঙ্গে বর্তমান সরকার প্রত্যক্ষভাবে জড়িত। ধমক দিয়ে সেই এমপির বক্তব্য প্রত্যাহার করানো হলেও সত্যিকার ম্যাসেজ জাতি পেয়ে গেছে।

ভোটারবিহীন সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে এভাবেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে এসেছে। এটা জাতির সামনে আজ পরিষ্কার। এমপি এনামের এই বক্তব্যে দেশবাসী শিহরিত ও আতঙ্কিত বলেও উল্লেখ করেন রিজভী।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই