ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৬, ০৩:৩৮ পিএম

সোনালীনিউজ ডেস্ক
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন লস অ্যাঞ্জেলেসের একটি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। ওই এলাকার একটি গ্যাস পাইপলাইনে বড় ধরনের ছিদ্র হওয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।
এ সময় পার্শ্ববতী এলাকার হাজার হাজার লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়।
গভর্নর জেরি ব্রাউন বলেন, জন স্বাস্থ্য রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে লস অ্যাঞ্জেলেসের পোর্টার র‌্যাঞ্চ শহরতলীতে গ্যাস পাইপলাইনের ছিদ্র বন্ধ করতে সরকারি সকল সংস্থাকে কাজে লাগানো হবে।
তিনি আরোও বলেন, তার দপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং লস এঞ্জেলসের প্রায় ৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ওই এলাকার বাসিন্দাদের সময় মতো হাল নাগাদ তথ্য জানাবে।
ব্রাউন জানান, তিনি পোর্টার র‌্যাঞ্চের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ব্যাপারে অভিযোগের পর স্থানীয় গ্যাস কোম্পানি ওই এলাকার হাজার হাজার লোককে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেয়।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া গ্যাস কোম্পানির মুখপাত্র ক্রিস্টিন লয়িড জানান, এ ছিদ্র বন্ধে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।