আবাসন খাতে কালো টাকা সাদার সুফল নেই!

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৮, ০৩:০৪ পিএম

ঢাকা : আবাসন খাতে প্রতিবছর অপ্রদশির্ত অর্থ বৈধ করার সুযোগ থাকলেও এর তেমন কোনো সুফল দেখা যায় না। বিনিয়োগকারীদের দুদকের প্রশ্নের সম্মুখীন হওয়াই এর বাধা বলছে আবাসন ব্যবসায়ীরা। প্রতিবছর কালো টাকা বৈধ করার সুযোগ বন্ধ করার পক্ষে বিশ্লেষকরা।

বাজেট এলেই আলোচনায় আসে কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার বিষয়টি। অর্থনীতিবিদদের আপত্তির পরও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অপ্রদর্শিত ১৩ হাজার ৩৭২ কোটি টাকা বৈধ করার সুযোগের বিপরীতে সরকার এক হাজার ৪৫৪ কোটি টাকা রাজস্ব পেয়েছে। তবে আবাসন খাতে টাকা সাদা করার পরিমাণ খুবই কম বলছেন ব্যবসায়ীরা।

আবাসনের মতো বিভিন্ন অনুৎপাদনশীল খাতকে বিনিয়োগমুখী করতে আসছে বাজেটেও এ সুবিধা থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

তবে প্রতিবছর কালো টাকা সাদা করার এই সুযোগে আবাসন খাতের বিনিয়োগে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর ধরে অবিক্রিত থাকছে প্রায় ১০ হাজার ফ্ল্যাট। এজন্য টানা ৫ বছর এই সুযোগ রাখার পাশাপাশি বিনিয়োগকারীদের দুদকের প্রশ্নের বাইরে রাখার প্রস্তাব রিহ্যাবের।

এদিকে কালো টাকা সাদা করার অবারিত এই সুযোগকে অযৌক্তিক বলে মনে করছে বিশ্লেষকরা। তবে প্রশাসনের প্রশ্নের বিষয়ে সরকার এবং এ খাতের ব্যবসায়ীদের আলোচনা প্রয়োজন, বলছেন তারা।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। তবে গত কয়েক অর্থবছরে এই সুযোগ নেবার হার কমেছে আশংকাজনক হারে।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই