জালিয়াতির ঘটনায় আস্থার সংকট ব্যাংক খাতে

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৮, ০৭:৪৫ পিএম

ঢাকা : একের পর এক জালিয়াতির ঘটনায় আস্থার সংকট তৈরি হচ্ছে ব্যাংক খাতে। অনিময় ঠেকাতে অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের তাগিদ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে গ্রাহক আস্থা ফেরাতে অনিয়ম বন্ধের পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের।

২০১৩ সালের যাত্রা শুরুর পর নানা অনিয়মে জড়িয়ে পড়ে ফারমার্স ব্যাংক। অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ঋণ দেয়া, ঋণের তথ্য গোপনসহ বিভিন্ন গুরুতর জালিয়াতির ঘটনা ঘটে। পরে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। ফারমার্স ব্যাংকসহ আরো কয়েকটি ব্যাংকে অনিয়মের ঘটনায় আস্থার সংকট তৈরি হয়েছে গ্রাহকদের।

সম্প্রতি এক অনুষ্ঠানে গ্রাহক অনাস্থার প্রসঙ্গ তুলে খোদ বাংলাদেশ ব্যাক গভর্নরও উদ্বেগ জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ অবশ্য মনে করছেন, কয়েকটি ব্যাংকের অনিয়মের জন্য পুরো ব্যাংক খাতকে দায়ী করা ঠিক নয়। অনিময় দূর করতে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট কমিটিকে শক্তিশালী করার পরামর্শ তার।

অন্যদিকে, ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে অনভিজ্ঞ ব্যক্তিদের রাজনৈতিক নিয়োগ বন্ধের তাগিদ বিশ্লেষকদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ৯ লাখ ২৬ হাজার ১৭৯ কোটি টাকা। তিন মাস পর অর্থাৎ মার্চ শেষে আমানতের পরিমাণ ১ হাজার কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৯ লাখ ২৫ হাজার ২৭৯ কোটি টাকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর