কয়লা গায়েবের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

  • সচিবালয় প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৮, ০৮:১১ পিএম

ঢাকা : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খনি থেকে কয়লা গায়েবের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন ও দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

আর এ ঘটনায় পেট্রোবাংলার মনিটরিংয়ের অভাব ছিল বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ইস্যুতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তিনি এ নির্দেশ দেন। রংপুর অঞ্চলে মাসখানেক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে জানিয়ে স্থানীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান শেখ হাসিনা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।

উত্তরাঞ্চলে সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, বড়পুকুরিয়ায় কয়লা খনির ঘটনায় পেট্রো বাংলার মনিটরিংয়ের অভাব ছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর