শ্রীলঙ্কা সফর কঠিন হবে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১২:৩১ পিএম

ঢাকা : বিশ্বকাপ ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কা সিরিজটা বড় উপলক্ষ বাংলাদেশের জন্য। তবে মাশরাফি সাবিকদের ছাড়া এই সিরিজ কঠিন হবে বলে জানান শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (২০ জুলাই) দুপুরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম একথা বলেন।

তামিম বলেন, বিসিবি আমার প্রতি আস্থা রেখে দলের যে দায়িত্ব আমার প্রতি দিয়েছে তার যথাযথ ভাবে পালনের চেষ্টা করব। ইনজুরি ও ছুটির কারণে মাশরাফি সাকিব না থাকায় দলের শক্তি কিছুটা কমলেও নতুনরা সুযোগ সঠিকভাবে কাজে লাগাবেন এটাই প্রত্যাশা করি।

এর আগে  শুক্রবার (১৯ জুলাই) বিকেলে সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় বোলিং অনুশীলনে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সফর থেকে ছিটকে যান অধিনায়ক।

এছাড়া দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানও আগেই ছুটি নিয়েছেন। শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

মাশরাফির বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ফরহাদ রেজাকে। শেষ মুহূর্তে ছিটকে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিনও তার পরিবর্তে দলে সঙ্গে যাচ্ছন পেসার তাসকিন আহমেদ।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।

সোনালীনিউজ/এএস