মাহমুদউল্লাহকে এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৬:৪৮ পিএম

ঢাকা: বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অনেক দিন ধরেই কাঁধের চোটে ভুগছেন। যার ফলে বিশ্বকাপে বল করতে পারেননি তিনি। চলতি লঙ্কান সফরে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারছেন না মাহমুদউল্লাহ। তবে বল হাতে কয়েক ওভার করছেন তিনি। 

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মাহমুদউল্লাহর স্থায়ী চিকিৎসা করানো হয়নি। তবে মাহমুদউল্লাহর অস্ত্রপচার হলে সেখান থেকে পুরোপুরি সুস্থ হবে এক বছরের মোট সময় লাগবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের পর লঙ্কান সফর থাকায় বিসিবির সঙ্গে এনিয়ে কথা বলা হয়নি। তবে এবার দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে পারি। মাহমুদউল্লাহ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি তার অপারেশন করি তাহলে পুরোপুরি সুস্থ হতে তার অনেক সময় লাগবে। এক্ষেত্রে অপারেশনের পরে সুস্থ হতে ৮ মাস থেকে ১ বছর লেগে যায়। ইনজেকশন কেবল একটি পদ্ধতি হতে পারে। এটি পুরোপুরি সুস্থতা নিশ্চিত করে না।’

সোনালীনিউজ/এমএএইচ