ভারতকে পরমানু বোমা মেরে উড়িয়ে দেবেন মিয়াঁদাদ!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৬:২৮ পিএম

ঢাকা: কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মাঝেও উত্তাপ ছড়িয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। এরপর থেকেই পাকিস্তানের একের পর এক ক্রিকেট তারকা বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। সরফরাজ আহমেদ, শোয়েব আখতার, শহীদ আফ্রিদির পর এবার বেফাঁস মন্তব্য করলেনন কিংবদান্তি জাভেদ মিয়াঁদাদ। 

সম্প্রতি  সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়া সেই ভিডিওতে  মিয়াঁদাদ আবেগ ধরে রাখতে না পেরে বেফাঁস মন্তব্য করে বসেন। তাকে বলতে শোনা যায়, 'আমাদের কাছে পরমাণু বোমা রয়েছে। সেটা আমরা এমনি এমনি রাখিনি। প্রয়োজনে ওটা দিয়ে ভারতকে উড়িয়ে দেব। আমরা একটা সুযোগ পেলে ভারতকে ধ্বংস করে দেব।'

মিয়াঁদাদের এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তারা প্রশ্ন তুলেছেন, মিয়াঁদাদের মতো একজন ব্যক্তিত্ব কী করে কোনও দেশ নিয়ে প্রকাশ্যে এমন সব মন্তব্য করতে পারেন! নিজের দেশের মানুষকে এক অদ্ভুত পরামর্শ দিয়ে মিয়াঁদাদ বলেছেন, 'পাকিস্তানের প্রতিটি মানুষের কাছে বন্দুক থাকা উচিত। নিজেকে রক্ষা করার জন্য এটার সর্বোচ্চ ব্যবহারও করা প্রয়োজন। প্রতিটি পাকিস্তানির হামলা করার মানসিকতা ও প্রস্তুতি থাকা প্রয়োজন।'

ভিডিওতে মিয়াঁদাদ আরও বলেছেন, ‘সারা বিশ্বে নিয়ম রয়েছে যে কেউ আত্মরক্ষার জন্য হামলা করতে পারে। এতে কোনও অপরাধ হয় না।’ 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ