সাকিবের জোড়া আঘাতরে পর নাঈমের ছোবল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ১২:০৩ পিএম

ঢাকা : আফগানদের করা ৩৪২ রানের জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পায় সাকিব। তার জোড়া আঘাতের স্বস্তিপায় বাংলাদেশ। পানি পানের বিরতির পর প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন নাঈম হাসান। দুর্দান্ত এক ডেলিভারিতে এই অফ স্পিনার ফেরালেন হাশমতউল্লাহ শহিদিকে।

ওয়াইড অব দা ক্রিজ থেকে করা ডেলিভারিতে ছিল দারুণ ফ্লাইট ও ড্রিফট। মিডল স্টাম্পে পিচ করা বল সামনে টেনে আনে ব্যাটসম্যানকে। টার্ন ও বাউন্স করে ব্যাটের কানা নিয়ে যায় পেছনে। বাঁহাতি ব্যাটসম্যানকে কোনো অফ স্পিনারের আদর্শ ডেলিভারি!

বল কিপার মুশফিকের পায়ে লেগে দ্রুতগতিতে যায় স্লিপে। দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন সৌম্য সরকার।

শহিদি ফিরলেন ১২ রানে। আফগানদের রান ৩ উইকেটে ২৮। লিড ১৮৮ রানের।