আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৬:১৪ পিএম

ঢাকা: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টি-২০ সিরিজের আজকে মুখোমুখি আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশের মিরপুরে শের-ই-বাংলা ষ্টেডিয়ামে খেলাটি শুরু হবে ৬.৩০ মিনিটে। এরই মধ্যে টস হয়েছে। 

টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক। গতকাল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে অল্পের জন্য হেরে যায় জিম্বাবুয়ে। 

এদিকে, ফেভারিট হিসেবেই ত্রিদেশীয় সিরিজ শুরু করছে রশিদ খানের আফগানিস্তান। তবে বাংলাদেশের মাটিতে খেলা হওয়ায় জিম্বাবুয়েকেও বাতিলের খাতায় ফেলে দেয়া যাচ্ছে না। জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে শতভাগ জয় আফগানিস্তানের। র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে ১৪তম স্থানে। 

আফগানিস্তান রয়েছে সাতে। র‌্যাংকিংয়ে দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজেরও উপরে আফগানরা। এছাড়া বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ফুরফুরে মেজাজে রয়েছে দল। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা আরও ভয়ংকর। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই আজ জিম্বাবুয়ের বিপক্ষে নামবেন রশিদ খানরা।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, নাজিব তারকাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত এবং ফরিদ মালিক।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, রায়ান বার্ল, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, আইন্সলে দলোভু এবং টেন্ডাই চাতারা।

সোনালীনিউজ/এমএএইচ