দুর্বল গ্রানাদার কাছেও মেসিদের হার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১১:৩০ এএম

ঢাকা : বিব্রতকর এক হার নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। ঘরের মাঠে শনিবার রাতে লা লিগায় টানা দুবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে গ্রানাদা। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখলো দলটি। টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা গ্রানাদা। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য ড্র করেছিল মেসি-সুয়ারেসরা।

 

বিরতির আগে লক্ষ্যে শট নেওয়া তো দূরের কথা, উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি বার্সা। উল্টো ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে দলটি। জুনিয়র ফিরপোর পা থেকে বল কেড়ে রবের্তো সলদাদো বাড়ান ফরোয়ার্ড আন্তোনিওকে। স্প্যানিশ এই ফরোয়ার্ডের ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দূরের পোস্টে নেওয়া শট লক্ষ্যেই ছিল, একেবারে শেষ মুহূর্তে গোললাইনের উপর থেকে হেডে বল জালে জড়ান মিডফিল্ডার র‌্যামন।

আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে শুরুতে একসঙ্গে দুটি পরিবর্তন করেন বার্সেলোনা কোচ ভালভেরদের। কার্লেস পেরেস ও ডিফেন্ডার ফিরপোকে তুলে নামান দুই ফরোয়ার্ড মেসি ও আনসু ফাতিকে।  দ্বিতীয়ার্ধের শুরুতে টের স্টেগেনের ভুলে আবারও গোল খেতে বসেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের এক আক্রমণে বিপদের কোনো শঙ্কাই ছিল না। কিন্তু উড়ে আসা বল হাতে রাখতে পারলেন না জার্মান গোলরক্ষক, বল যাচ্ছিল গোললাইন পেরিয়ে, শেষমুহূর্তে কোনোমতে ঠেকিয়ে দেন টের স্টেগেন।

ডর্টমুন্ডের বিপক্ষে একটি পেনাল্টি ঠেকিয়ে দলের হার এড়িয়েছিলেন টের স্টেগেন। এবার আর পারলেন না। ৬৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন খানিক আগেই বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৮২তম মিনিটে মেসির নিচু শটও গ্রানাদা রুখে দিলে হারের হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা।

সোনালীনিউজ/আরআইবি/এএস