জামালদের মাথা উঁচু রাখতে বললেন মাশরাফি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৫:১৬ পিএম

ঢাকা: ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশের ‘হার এড়ানো’র সবশেষ নজির এতদিন ছিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি। সেই পরিসংখ্যান পাল্টে গেছে মঙ্গলবার (১৫ অক্টোবর)। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে (যুব ভারতী ক্রীড়াঙ্গনে) অসাধারণ খেলে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তাতে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে পয়েন্টের খাতা খুলেছে জেমি ডের শিষ্যরা। ভারতের বিপক্ষে বাংলাদেশ যে নৈপুণ্য দেখিয়েছে, তার সঙ্গে ‘হার এড়ানো’ কোনোভাবেই খাপ খায় না। বরং বলতে হয় উল্টোটা, জামাল ভূঁইয়াদের সঙ্গে লড়াইয়ে ভারতই কোনোক্রমে হার এড়িয়েছে। বাংলাদেশ হয়েছে জয়বঞ্চিত।

সমতায় শেষ হওয়া ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স আর সব বাংলাদেশির মতো ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরকেও। জিতে নিয়েছে হৃদয়। মোক্ষম সুযোগ পেয়েও ভারতকে হারাতে না পারার আক্ষেপ কিছুটা থাকলেও জামাল-সাদদের নিয়ে ভীষণ গর্বিত মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহীমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। শেষ মুহূর্তে গোল হজম করতে হলেও আমি গর্বিত। আমাদের মাথা উঁচু রাখা উচিত। আগামী ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমও ফেসবুকে লিখেছেন, ‘ছেলেদের কপাল মন্দ। তবে যে চেষ্টা ও একাগ্রতা তারা দেখিয়েছে, তাতে আমি গর্বিত। আগামীবার হবে ইনশাআল্লাহ। সবসময় পাশে আছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ