সতীর্থকে পিটিয়ে বড় শাস্তির মুখে শাহাদাত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৫:৪৯ পিএম

ঢাকা: তার জন্য এ রকম ঘটনা নতুন কিছু নয়। এর আগে একবার নিজের গৃহপরিচারিকাকে পিটিয়ে জেল খেটেছেন। সেই ঝামেলা কেটে মাঠে ফিরে আবার নতুন বিতর্কে জড়ালেন পেসার শাহাদাত হোসেন। এবার আরও গুরুতর অপরাধ করে ফেলেছেন। নিজের সতীর্থকেই তিনি পিটিয়েছেন। ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তুলেছেন শাহাদাত। ম্যাচ চলার সময়ই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। 

ম্যাচ রেফারি আখতার আহমেদ তাঁর প্রতিবেদনে শাহাদাতের অপরাধকে ‘লেভেল-৪’ বলছেন। যে অপরাধের শাস্তি সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সে সঙ্গে ম্যাচ ফি’র পুরোটা জরিমানা তো আছেই। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আরাফাত সানি জুনিয়রকে মারধর করেন শাহাদাত। ঘটনাটি হচ্ছে, ফিল্ডিংয়ের সময় শাহাদাত সানিকে বল শাইন করে দিতে বলেন। সানি অনীহা প্রকাশ করলে শাহাদাত তাঁকে চর-থাপ্পড়, লাথি মরেন। এ সময় সতীর্থেরা এসে সানিকে বাঁচান। এই ঘটনার পর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন ম্যাচের আম্পায়ার। শাহাদাতকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ঢাকা খেলছে ১০ জন নিয়ে।

এ ব্যাপারে আম্পায়ার্স কমিটির প্রশিক্ষক অভি আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লেভেল ৪ এর ঘটনা যখন ঘটবে, তখন আম্পায়াররা ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দিতে পারে। সেটিই হয়েছে। ওকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ম্যাচে আর সে অংশ নিতে পারবে না। ওই যে লাল কার্ড ও সবুজ কার্ডের মতন। কাল রিপোর্ট হয়েছে। আজ কার্যকর হয়েছে।’

শাহাদাতের ঘটনা নিয়ে ম্যাচ রেফারির প্রতিবেদনটি এখন টেকনিক্যাল কমিটি প্রধান মিনহাজুল আবেদীনের হাতে আছে। অভি আবদুল্লাহ বলছিলেন, ‘এখন টেকনিক্যাল কমিটি বাকি সিদ্ধান্ত নেবে। লেভেল-৪ এর রিপোর্ট টেকনিক্যাল কমিটিকে করতে হয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ