বঙ্গবন্ধু বিপিএলে রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৩:৫১ পিএম

ঢাকা: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্স নিজেদের অধিনায়ক হিসেবে বেছে নিলো বিদেশি ক্রিকেটারকে। এবারে রংপুরের  অধিনায়ক হলেন আফগানিস্তানে সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে জার্সি উন্মোচন করে রংপুর। 

আর সেখানে অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীর নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স কর্তৃপক্ষ। এ আফগান অলরাউন্ডারই অধিনায়কত্ব করবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের। 

অন্যদিকে, দলটির পরিচালক পদেও পরিবর্তন এসেছে। এতদিন দলটি ছিলো বিসিবির অধীনে। যেখানে দলের পরিচালক ছিলেন আকরাম খান। তবে এখন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রংপুরের স্পন্সর পার্টনার হওয়ায়, প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এনায়েক হক সিরাজ এ দায়িত্ব পালন করবেন।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড : মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, মোহাম্মদ নবী (অধিনায়ক), শাই হোপ, ক্রিস গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।

সোনালীনিউজ/এমএএইচ