একটি পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০২:৪৫ পিএম

ঢাকা : পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

শনিবার (২৫ জানুয়ারি) লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। এদিকে প্রথম ম্যাচে হারের পর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১১ ম্যাচের মধ্যে ৯টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। এক যুগ আগের সেই ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে (১০২ রানে) পরাজিত হয়েছিল টাইগাররা।

পাকিস্তান একাদশ: এহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটসম্যান), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদী, মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন।

সোনালীনিউজ/এএস