দৈনিক ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করলেন গাঙ্গুলী

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ১২:১৪ পিএম

ঢাকা: এর আগেও নিজ দেশের খেঁটে খাওয়া মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এবার দৈনিক আরো ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ফলে বিপাকে পড়েছেন খেঁটে খাওয়া মানুষেরা।

জানা গেছে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরিহিত অবস্থায় গতকাল শনিবার ইসকনের কলকাতা শাখায় হাজির হন গাঙ্গুলী। এরপর তাদেরকে এ সহায়তার প্রস্তাব দেন তিনি।

এ ব্যাপারে ইসকনের মুখপাত্র ও সহ-সভাপতি রাধারমণ দাস বলেছেন, ইসকন থেকে প্রতিদিন আমরা ১০ হাজার লোকের খাওয়ার বন্দোবস্ত করি। এবার আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ দা। এর ফলে আমরা ২০ হাজার লোকের মুখে অন্ন তুলে দিতে সমর্থ হব।

এর আগে পশ্চিমবঙ্গের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার বেলুড় মঠে ২০ হাজার কেজি চাল অনুদান দেন গাঙ্গুলী। এছাড়া দুস্থদের জন্য ৫০ লাখ টাকার চাল বিতরণের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোনালীনিউজ/টিআই