কোপা আমেরিকায় দল ঘোষণা করলেন চিলি

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৬, ০১:২৬ এএম

আগামী মাসে শুরু হচ্ছে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসর। আর এ আসরকে কেন্দ্র করে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে চিলি ফুটবল ফেডারেশন।

এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে চিলি। গতবার ঘরের মাঠে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে দলটি।

আগামী ৩ জুন থেকে ১৬ দলের অংশগ্রহণে এবারের কোপা আসর অনুষ্ঠিত হবে। এবারের আসরের আয়োজকের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ১০টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। চিলি এবার খেলবে গ্রুপ ‘ডি’তে। যেখানে গতবারের শেষ থেকে শুরু করতে হবে সানচেজ-ভিদালদের। কারণ তাদের গ্রুপেই রয়েছে আর্জেন্টিনা। এছাড়া বলিভিয়া ও পানামাও রয়েছে একই গ্রুপে।

কোপা আমেরিকার চিলি দল

গোলরক্ষক: ক্লদিও ব্রাভো, জনি হেরেরা, ক্রিস্টোফার তোসেলি।
ডিফেন্ডার: মরিসিও ইসলা, হোসে পেড্রো ফুয়েনজালিদা, গঞ্জালো জারা, এনজো রোকো, গ্যারি মেডেল, ইউজেনিও মেনা।
মিডফিল্ডার: জেন বেউসেজোর, মার্সেলো ডিয়াজ,  ফ্রান্সিসকো সিলভা, এরিক প্লাগার, আরতুরো ভিদাল, মাতিয়াস ফার্নান্দেজ, চার্লস আরানগুয়েজ, পাবলো হার্নান্দেজ, এডসন পুছ।
ফরোয়ার্ড: নিকোলাস ক্যাস্টিলো, ফ্যাবিয়ান ওরেলানা, মরিসিও পিনিলা, অ্যালেক্সিস সানচেজ, এডুয়ার্ডো ভার্গাস।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই