অবশেষে সেই সুখবর : খেলছেন মুস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০১৬, ০৭:৪৮ পিএম

টানা ১৫ ম্যাচ খেলার পর ১৬তম ম্যাচে বিশ্রাম। তবে ঠিক বিশ্রামের জন্য না। দলের পক্ষ থেকে বলা হলো, হ্যামস্ট্রিং ইনজুরি। স্বাভাবিকভাবে ভক্তদের মধ্যে দ্বিধা ছিল- এই কাটার মাস্টার আইপিএলের ফাইনাল ম্যাচে খেলছেন তিনি। অবশেষে জানা গেল সেই সুখবর।

সব আশঙ্কা দূর করে ফাইনাল ম্যাচে খেলছেন এই কাটার মাস্টার বয়। রোববার সন্ধ্যা ৭টার দিকে তার ফেসবুক ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আজ আইপিএলের ফাইনালে রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে তার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।

এবারের আইপিএল-এ প্রথমবারের মতো খেলতে গিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ ও এলিমিনেটর ম্যাচসহ মোট ১৫ ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজ। তাতে মোট ১৬ উইকেট শিকার করেছেন।

এবার যারা ন্যূনতম ১০ ওভার বল করেছেন তাদের মধ্যে ফিজের ইকোনোমি সবচেয়ে কম। ৫৭ ওভার বল করে তার ইকোনোমি ৬.৭৩। ১৭ ওভার বল করে ৬.৭৬ ইকোনোমি নিয়ে ফিজের পরের স্থানে আছেন স্পিনার অ্যাডাম জাম্পা। ৪২.৪ ওভার বল করা সুনীল নারাইনের বোলিং ইকোনোমি ৭.১২।

সোনালীনিউজ/ঢাকা/আকন