‘শর্ট লেগের জন্য কোনো জায়গা নেই’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ০১:৩৩ পিএম
সিলেট থেকে তোলা ক্রিকেট খেলার একটি ছবি : সজল সরকার

ঢাকা : বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ সুযোগ পেলেই ব্যাট-বল নিয়ে যেকোনো স্থানেই খেলতে শুরু করে দেয়া একটি ঐতিহ্য। মাঠ স্বল্পতার কারণে অনেক সময় রাস্তায়, ছাদে কিংবা বাড়ির আঙিনায়ই খেলতে নামে ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেট খেলার তেমনই বিশেষ এক মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজর কেড়েছে। আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে জায়গা করে নিয়েছে সিলেট থেকে তোলা ক্রিকেট খেলার একটি ছবি। সজল সরকার নামের এক ব্যক্তি ছবিটি তুলেছেন। তবে সিলেটের ঠিক কোন স্থান থেকে ছবিটি তোলা হয়েছে, তা অবশ্য আইসিসি উল্লেখ করেনি।

গত ১৯ নভেম্বর প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাশাপাশি দুইটি টিনশেডের ঘরের ঠিক মধ্যবর্তী সামান্য ফাঁকা স্থানে তিনজন ক্রিকেট খেলছেন। বল থাকলেও ব্যাট ও স্টাম্প ছিল না। ব্যাট হিসেবে কাঠের একটি টুকরো এবং স্টাম্প হিসেবে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করতে দেখা গেছে। ছবিটির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘শর্ট লেগের জন্য কোনো জায়গা নেই।’

একইসঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের কাছে আইসিসি জানতে চেয়েছে- ‘কতোটুকু স্বল্প জায়গায় আপনি ক্রিকেট খেলেছেন? খেলার নিয়ম কী ছিল?’

সোনালীনিউজ/এমটিআই