ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ একটি রোল মডেল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০, ০৬:৪১ পিএম

ঢাকা: ক্রিকেটে উন্নয়ন করতে হলে বাংলাদেশকে রোল মডেল মানতে হবে বলে মন্তব্য করেছেন আইসিসির নব-নির্বাচিত চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

বুধবার (২৫ নভেম্বর) ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বার্কলে বলেন, বাংলাদেশ ক্রিকেটে এতটা উন্নতি করতে পেরেছে এর পেছনে সবচাইতে বড় কারণ তারা বেশি বেশি ক্রিকেট খেলেছে। এছাড়া শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার কারণে তাদের এই উন্নতি। তিনি বলেন, আফগানিস্তান ও আয়ারল্যান্ড একটু ধীর গতিতে আগালেও সঠিক পথে রয়েছে তারা।

বার্কলে জানান, তিনি বিগ থ্রি অর্থাৎ তিন মোড়লে বিশ্বাস করেন না। তার কাছে আইসিসির প্রতিটা সদস্য দেশই সমান। তাই সবার উন্নয়নেই কাজ করবেন এই কিউই।

তবে ভারত প্রসঙ্গে ভিন্নমত প্রকাশ করে বার্কলে বলেন, ক্রিকেটের সবচাইতে বড় মার্কেট প্লেস ইন্ডিয়া। তাই তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে তাদের মত করেই।

প্রসঙ্গত, মঙ্গলবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন কিউই ক্রিকেটের সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

সোনালীনিউজ/টিআই