টেস্ট ছাড়লেন কুলাসেকারা

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৬, ০৮:১১ পিএম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নুয়ান কুলাসেকারা। সীমিত ওভারের ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার। শ্রীলঙ্কা ক্রিকেট গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে কুলাসেকারার অবসরের বিষয়টি নিশ্চিত করে।

কুলাসেকারা বলেন, অনেক ভাবনার পর আমার মনে হয়েছে, অবসরের এখনই সঠিক সময়। আশা করি, এর ফলে আমি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারব।

২০০৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেললেও এই সংস্করণে কখনোই খুব একটা নিয়মিত হতে পারেননি মোট ২১ টেস্টে ৪৮ উইকেট নেওয়া কুলাসেকারা। ক্যারিয়ারে শেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের জুনে, ইংল্যান্ডের বিপক্ষে। সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য বেশ সফল ৩৩ বছর বয়সী এই বোলার। এ পর্যন্ত ১৭৩ ওয়ানডেতে ১৮৬ উইকেট নেওয়া কুলাসেকারা ২০০৯ সালে র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার হয়েছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই