রিয়াল ছাড়ছেন না ইসকো

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৬, ১০:৩৯ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের পথে নিয়মিত শুরুর একাদশে জায়গা না পাওয়া ইসকো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না বলে জানিয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের সাত ম্যাচের মধ্যে কেবল দুটিতেই শুরুর একাদশে ছিলেন স্পেনের মিডফিল্ডার ইসকো। মাঝমাঠে জিদানের মূল ভরসা ছিলেন কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদরিচ।

মিলানের সান সিরোতে গত শনিবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল।

ইতালির সেরি আর চ্যাম্পিয়ন ইউভেন্তুস আর প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব ইসকোকে পেতে চায় বলে অনেক দিন ধরে খবর আসছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছিলেন, রিয়াল চাইলে তিনি এই ক্লাবেই থেকে যাবেন। স্পেনের ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা না পাওয়া ইসকোকে রেখে দিতে চান জিদান। ইসকো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং সে ক্লাব ছাড়ছে না।

তুরিনে একটি ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করতে গিয়ে জিদান বলেন, আমরা কেবলই মৌসুম শেষ করেছি এবং দল বদলের বাজার বা ইউভেন্তুসে আগ্রহী কোনো খেলোয়াড় আছে কিনা তা নিয়ে কথা বলার সময় নেই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই