আফিফের আগে ব্যাট করতে চাই

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০২১, ১১:৩৮ এএম
সংগৃহীত

ঢাকা : বেশ ভালোভাবেই ব্যাট চালাতে পারেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু তারকায় ভরপুর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) তিনি ওপরের দিকে ব্যাট করতে পারবেন কি না, সেটা নিয়ে আছে সংশয়। এমতাবস্থায় সতীর্থ আফিফের আগেই ব্যাট করতে চান তিনি।
টি-২০ সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ থেকে। এর আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর অনুশীলনের ফাঁকে সাইফ জানালেন, বর্তমানে ভালো আছেন তিনি।

এ বিষয়ে সাইফ বলেন, ‘আমার হয়তো পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ আসবে না। এটাই বাস্তবতা। শুধু শুধু বলে লাভ নেই! ঘুরে-ফিরে আমাকে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আমাকে আফিফের আগে নামাবে না। তারপরও দুই-একটা ম্যাচে সুযোগ দেয়ার জন্য তাদের অনুরোধ করব।’

তিনি আরো বলেন, ‘হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজেকে কিছুটা প্রমাণ করতে পেরেছি। আমাকে আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশারের ভূমিকা পালন করতে হলে আরো বড় ভূমিকা পালন করতে হবে। আরো অনেক বেশি সুযোগ পেতে হবে। সেটি অনুশীলনে হোক বা ম্যাচে হোক।’

আসরের উদ্বোধনী দিনে সোমবার (৩১ মে) মাঠে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ১২টি দলই নামবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে লড়বে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

একইসময় বিকেএসপির তিন নম্বর মাঠে লেজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস খেলবে। চার নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দিনের পরের ম্যাচগুলো হবে দুপুর দেড়টা থেকে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি মাঠে দুইটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/এমএএইচ