তিন হার্ডহিটারের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৩:৩০ পিএম

ঢাকা: তামিম-মুশফিক ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। তবে তরুণ দল বেশ আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে দলের তিন হার্ডহিটারের দিকে তাকিয়ে আছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হয়ে ফিনিশার হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তরুণ শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানরা। তাইতো এই তিনজনের ওপর আস্থা রাখছেন মাহমুদউল্লাহ।

ম্যাচের আগে তিনি বলেন, সোহান, আফিফ, শামীমদের সামর্থ্য আছে ম্যাচ ফিনিশ করার। ওরা ভালো ছন্দে আছে। তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। আশাবাদী এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমি প্রায় সময় টি-টোয়েন্টিতে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। গত সিরিজে আমি ওপরে ব্যাট করেছি। হয়ত এই সিরিজেও ওপরে ব্যাট করতে হতে পারে। ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব দলের প্রয়োজনে অবদান রাখার।

৫ ম্যাচের বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪,৬,৭ ও ৯ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

সোনালীনিউজ/এআর