ব্যাট হাতে কাঁপছে অস্ট্রেলিয়া 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৮:৫৫ পিএম

ঢাকা: আক্রমণে ফিরে উইকেট এনে দিলেন নাসুম আহমেদ। ভাঙলেন অস্ট্রেলিয়ার জমে যাওয়া জুটি। ম্যাথু ওয়েডকে বিদায় করতে দারুণ এক ক্যাচ ধরেন মুস্তাফিজুর রহমান।

লেগ স্টাম্পে আপাতত সাদামাটা বলে বাউন্ডারি চেয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। শর্ট ফাইন লেগে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় জমান মুস্তাফিজ। ভাঙে ৩৮ রানের জুটি। ২৩ বলে ১৩ রান করেন ওয়েড।

১৩.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৬৯। ব্যাট হাতে লড়ে যাচ্ছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার জয়ের জন্য এখনো দরকার ৪৫ বলে৬৩।

এর আগে সাকিবের ধীরগতির ফুললেংথের বলটা সুইপের চেষ্টা করেছিলেন হেনরিকস, ডানদিকে সরে গিয়ে। সফল হননি, হয়েছেন বোল্ড। ২.১ ওভারেই তৃতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

নাসুম আহমেদের এক বল আগেই ছয় মেরেছিলেন, তবে ফিলিপে বাঁচলেন না আর। স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষাই করেননি তিনি।

অন্যদিকে প্রথম বলেই মেহেদী হাসান এনে দিলেন ব্রেক থ্রু। টার্ন করবে ভেবে খেলেছিলেন অ্যালেক্স ক্যারি, তবে রাউন্ড দ্য উইকেট থেকে করা বলের লাইন মিস করে হয়েছেন বোল্ড। 

সোনালীনিউজ/এআর