লক্ষ্য তাড়ায় চাপে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৮:১৬ পিএম

ঢাকা: বাংলাদেশের দরকার ১২২ রান। কিন্তু লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

সৌম্যকে স্টার্ক, মোহাম্মদ নাঈমকে ফেরালেন জশ হ্যাজলউড। একটু ফুললেংথ থেকে বলে ছিল মুভমেন্ট, নাঈম খেলেছেন ভুল লাইনে। সৌম্যর মতো বোল্ড হয়েছেন তিনিও। ১৩ বলে ৯ রান করেছেন নাঈম।

এর আগে স্টার্কের বলে চার হয়েছে তিনটি, তবে এর মাঝে একটিতে আউট হতে পারতেন সাকিব। সৌম্যকে ফেরানোর পর আবারও ফুললেংথে গিয়েছিলেন স্টার্ক, তবে সাকিব প্রথমে ফ্লিক করে মেরেছেন দারুণ টাইমিংয়ে চার। পরের বলেও হয়েছে চার, সেটিও ছিল ফ্লিকই। এরপর স্টার্ক শর্ট অফ আ লেংথে গেলেন, সাকিব একটু বেসামাল হয়ে হলেন এজড। তবে সেটি গেল উইকেটকিপার ওয়েডের নাগালের বাইরে দিয়ে, ছিল না স্লিপও।

মিচেল স্টার্কের ফুললেংথের বলের গতি বুঝতেই পারেননি সৌম্য। আগেভাগেই আড়াআড়ি ব্যাট চালিয়ে হলেন বোল্ড। আজ রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৯ রান। 

এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করেছে সফরকারীরা। 

সোনালীনিউজ/এআর