শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০২:৩১ পিএম

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ সমীকরণ করতে মাঠে নামছে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজ হারলেও ব্যবধান কমাতে বদ্ধপরিকর অজিরা। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশের জন্য শেষ দুটি ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ। 

চতুর্থ ম্যাচে অজিরা কোনো মতে কষ্টার্জিত জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে। এদিকে গত ৪ ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ, যথারীতি শেষ ম্যাচেও দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। এ বিষয়ে দল থেকে কোনো ইঙ্গিত পাওয়া না গেলেও শেষ মুহূর্তে হয়তো দু-একটি বদল আসতেও পারে। উইনিং কম্বিনেশন ধরে রাখতে অস্ট্রেলিয়ারও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার জোর সম্ভাবনা রয়েছে।

চতুর্থ ম্যাচের মত অবশ্য এই ম্যাচের সময়ও কিঞ্চিৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৈরি আবহাওয়ায় ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শেষ ম্যাচেও আগের চার ম্যাচের মত ধীরগতির উইকেট দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

সোনালীনিউজ/এআর