গোল করেও শাস্তি পেলেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:৩১ পিএম

ঢাকা: উদিনিসের বিপক্ষে যোগ করা সময়ে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ভাবলেন দলকে জিতিয়ে ফেলেছেন। বাঁধনহারা উদযাপনে খুলে ফেলেছিলেন জার্সি।  

অফসাইডের কারণে সে গোলও বাতিল হলো, রোনালদোকেও পেতে হলো ‘শাস্তি’, দেখতে হলো হলুদ কার্ড! শেষ পর্যন্ত জুভেন্টাসের ২-২ গোলে ড্রয়ের রাতটা ভালো কাটেনি রোনালদোর।

শুরুর একাদশে না থাকা রোনালদো বদলি হয়ে মাঠে নামেন ম্যাচের ৬০তম মিনিটে। ম্যাচে তখন জুভেন্টাস ২-১ ব্যবধানে এগিয়ে। জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছিলেন পাওলো দিবালা ও হোয়ান কুয়াদরাদো। ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ২-২ এ সমতা ফেরান উদিনেসের জেরার্ড দেলোফেউ।

ম্যাচের বাকি সময়ে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে খেলেছে। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েও ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ‘গোল’ উদযাপনও করেছেন জুভেন্টাসের খেলোয়াড়রা। রোনালদো তো আরো বেশি উল্লাসে ফেঁটে পড়েন।

বিষয়টি ভালোভাবে নেননি রেফারি। জার্সি খুলে উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড দেখানো হয়েছে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) রিপ্লেতে দেখা যায় রোনালদোর সেই গোলটি অফসাইড ছিল। গোলটি বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড।

সোনালীনিউজ/এআর