বাবর-রিজওয়ানকে নিয়ে নাখোশ ইনজামাম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৩:০১ পিএম

ঢাকা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল পাকিস্তান। পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলে সেমিতে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই এখন পর্যন্ত কোনো ঘাটতি দেখা যায়নি। তবে একটা ঘাটতি বেশ ভালোই লক্ষ্য করা গেছে। ব্যাটিং পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারছে না পাকিস্তান।

বাবর আজম-রিজওয়ান উদ্বোধনীতে ভালো শুরু এনে দিলেও পাওয়ার প্লেতে খুব একটা রান তুলতে পারেনি। এ বিষয়টিই ভাবাচ্ছে পাকিস্তানের কিংবদন্তী ইনজামাম উল হক। 

তিনি মনে করেন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং লাইনে আরো উন্নতি করতে হবে। প্রথম ১০ ওভারে আরো বেশি রান তুলতে হবে।

কিংবদন্তি সাবেক এ ব্যাটার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘পাকিস্তানকে প্রথম ১০ ওভারে আরো বেশি রান করতে হবে। তারা ৬ কিংবা ৬.৫ রান রেট রাখে যেটা খুব একটা সুবিধার নয়। আমাদের ব্যাটিং অনেক ভালো, এই ছোট সমস্যাটি আমাদের সমাধান করা দরকার।’

‘শেষ দুই ম্যাচে দেখা যায় পাকিস্তান প্রথম দশ ওভারে ৬০ রান করে। দুই ম্যাচে শেষ দশ ওভারে চাপে পড়ে ১৩০ রান করেছে। অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের চেয়ে অনেক বড় দল। তারা শেষ ১০ ওভারে আগের ম্যাচ গুলোর মত এত রান করার সুযোগ মোটেও দিবে না।’

এদিকে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের পারফরম্যান্স সম্পর্কেও মন্তব্য করেন ভিডিওতে। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে হাফিজের ফর্ম ছিলো না; কিন্তু গত দুই ম্যাচে হাফিজের খেলার অনেক উন্নতি হয়েছে। সুযোগের অভাবে বড় টুর্নামেন্ট খেলতে না পারা মালিক দ্রুততম অর্ধশতরান করেছেন। ভালো লাগছে সিনিয়র দুই ব্যাটারের ফর্ম দেখে।’

সোনালীনিউজ/এআর