ঢাকার বড় সংগ্রহ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৮:২০ পিএম

ঢাকা: বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছে ঢাকা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে ঢাকা। 

শুরু থেকে যে ঝড় খুলনার বোলারদের উপর বয়ে গেছে সেটি অব্যাহত থাকলে আরো বড় সংগ্রহ দাঁড় করতে পারত ঢাকা। এরপরও শেষ দিকে দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ যে তাণ্ডব চালিয়েছেন কাঙ্খিত পুঁজিই পেয়ে গেছে ঢাকা। শেষ দিকে ১৯ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৯ রান করে ফেরেন মাহমুদউল্লাহ।

উদ্বোধনী জুটিতে ৬৯ রান উপহার দেন তামিম-শেহজাদ। দুজনের জুটি ভাঙে শেহজাদের বিদায়ে। দলকে ভালো শুরু এনে দিয়ে শেহজাদ ফেরেন ২৭ বলে ৪২ রান।

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল করেন অর্ধশতক। ৪২ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করে ফেরেন তিনি। বিধ্বংসী আন্দ্রে রাসেল সুবিধে করতে পারেননি। আউট হন ৭ রান করে। জহুরুল ইসলাম করেন ১২ রান। শেষ দিকে শুভাগত হোম করেন ৪ বলে ৯ রান। 

খুলনার হয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। 

সোনালীনিউজ/এআর