ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি লিটনের 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৪:০১ পিএম

ঢাকা: প্রথম ও দ্বিতীয় সেশনের মধ্যে কী আকাশ-পাতাল তফাৎ! সকালের সেশনে দল ছিল ধ্বংসস্তুপে। সেখান থেকে উঠে দ্বিতীয় সেশনে স্বপ্নের সৌধে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে এই সেশনে মুশফিকুর রহিম ও লিটনের ব্যাটে আধিপত্য বিস্তার করল বাংলাদেশ।

৩০ ওভারে দুজন যুক্ত করলেন ৮৭ রান। সব মিলিয়ে দলীয় রান ৫ উইকেটে ১৫৩। মুশফিক লিটন এই সেশনে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তাদের দুজনের ফিফটিতে জুটির রানও সেঞ্চুরি ছড়িয়েছে। ইনিংস বড় করার পথে আছেন তারা। 

এমনিতেই মাথার ওপর ইনিংস গড়ার চাপ। সেই চাপ তো জয় করেছেনই, সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর শতক ছুঁয়েছেন ১৪৯ বলে।

ইনিংসের ৬৩তম ওভারে শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করে ১ রান নিতে চেয়েছিলেন তিনি, তখন ৯৬ রানে ব্যাটিং করছিলেন লিটন। তবে সেটি পরে ওভার থ্রোতে ৪ হয়। সব মিলিয়ে ৫ রান পান লিটন। এতেই সেঞ্চুরি পূরণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সোনালীনিউজ/এআর