শ্রীলঙ্কায় পা রেখেই দুঃসংবাদ পেল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৬:২১ পিএম

ঢাকা: টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে পাকিস্তান দল। আর শ্রীলঙ্কায় পৌছেই দুঃসংবাদ পেয়েছে বাবর আজমরা। করোনাভাইরাসের থাবা পড়েছে পাকিস্তানের ক্যাম্পে। আক্রান্ত হয়েছেন দলের মালিশকারী মালাং আলী।

পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে মালাংকে। পঞ্চম দিন র‌্যাপিড এন্টিজেন টেস্টে নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

অতীতে বিদেশ সফর চলাকালে পাকিস্তানকে মালিশকারী পরিবর্তন করতে হয়নি। আগামী ১৬ জুলাই প্রথম টেস্ট শুরুর আগে মালাং সুস্থ না হলে অন্য কাউকে নিয়োগ দিতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।

সফরকারীদের বহরে ১৮ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য পা রেখেছে কলম্বোতে। গল ও কলম্বোতে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলা দলের প্রায় সবাই আছেন শ্রীলঙ্কা সফরে। ২০১৫ সালে সবশেষ লঙ্কায় খেলে পাকিস্তান ২-১ এ সিরিজ জিতেছিল।

শুক্রবার কলম্বোতে অনুশীলন শুরু করবে পাকিস্তান। ১১ থেকে ১৩ জুলাই শহরটিতে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্ট গলে ১৬ তারিখ।

সোনালীনিউজ/এআর