ভয়ের কিছু নেই বললেন মেসি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৬, ১০:০৮ এএম

সবকিছু ঠিক আছে এবং ভয়ের কিছু নেই বলে বার্সেলোনা সমর্থকদের আশ্বস্ত করেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। লা লিগায় সবশেষ ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচের পর মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এর পরও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা যান পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। ব্যথা নিয়েই খেলেন উরুগুয়ের বিপক্ষে। তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই চোটের কারণেই অবশ্য বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন মেসি। চোট কতটা গুরুতর তা জানতে গত সোমবার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় তার। এর পর বার্সেলোনা জানায়, কাম্প নউতে আগামী শনিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয় আছে।

ফেইসবুকে এক বার্তার মাধ্যমে মেসি জানান, চোট তেমন গুরুতর নয়। সব কিছু ঠিক আছে, আমি যেহেতু ফিজিওর সঙ্গে কাজ করে সেরে উঠছি তাই আমাকে বিষয়গুলো ধীরে করতে হবে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই