বাংলাদেশের টার্গেট ৫১১, জয়-জাকিরের সতর্ক শুরু

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ১১:৪৫ এএম

ঢাকা: ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন। 

৪৫৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করল তারা। এ সময়ে বাংলাদেশ নিতে পেরেছে শুধু অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট। যিনি সাকিবের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের ৪১তম ফিফটি। জবাবে ৫ ওভারেই বিনা উইকেটে ২০ রান।

[220714]

টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। তাই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে তাদের সর্বোচ্চ ৪১৩ রান, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই।

চতুর্থ দিন ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে লঙ্কানরা। পঞ্চাশ ছুঁয়ে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসের মতো এবারও ২৮ রান করেছেন প্রাবাথ জায়াসুরিয়া।

আগের দিনের ৪ উইকেটের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি হাসান মাহমুদ। দুই ইনিংস মিলে ৬ উইকেটে সন্তুষ্ট থাকতে হলো অভিষিক্ত পেসারকে।

এআর