সিলেটে ভারতের সামনে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৫:০৯ পিএম

ঢাকা: লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বস্তিকর আবহাওয়ায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ ও ভারত। 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুই দলের সর্বশেষ দেখায় ভারত ২-১ ব্যবধানে জিতেছিল টি-টোয়েন্টি সিরিজ। 

ভারত নামছে গত জানুয়ারির পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। মাঝে উইমেনস আইপিএলের পর ঘরোয়া ক্রিকেটে আন্তজোন ক্রিকেটে ব্যস্ত ছিলেন কৌর-স্মৃতি মান্ধানারা। 

[222274]

সিরিজটি নিয়ে নিগার বলেছেন, ‘আমরাও ব্যাট করতে চাইতাম। সিলেটের উইকেট ভালো হয়। আমাদের বোলিং বিভাগ ভালো, আশা করি তাদের কম রানের মধ্যে আটকাতে পারব।’ অভিষেক হচ্ছে কেরালার অফ স্পিনার সাজানা সজীবনের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন-সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন এসেছেন রিতু মনি ও শরীফা খাতুনের জায়গায়। 

বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা ইসলাম।

ভারত একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ, পুজা বস্ত্রকর, রেনুকা সিং, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব।

এআর