আবারো ব্যর্থ লিটন, শান্তর পর ফিরলেন তামিমও

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৩:৫৮ পিএম

ঢাকা: দু’জনই রয়েছেন দারুণ অফ-ফর্মে। লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটপ্রেমী সবাইকে। বিশেষ করে লিটন তো ব্যাটে ছন্দই খুঁজে পাচ্ছেন না।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পরও নিজেকে হারিয়ে যেন খুঁজছেন লিটন এবং শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৩.৪ ওভারে (২২ বলে) ২২ রানের জুটি গড়েন লিটন। 

এরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার। ১৫ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করেছেন তিনি।

[222828]

নাজমুল হোসেন শান্ত এসে জুটি বাধেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। এই জুটিও খুব বেশিদূর এগুতে পারেনি। মাত্র ৬ রানের জুটি। দলীয় ২৯ রানের মাথায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ৬ রান করেন তিনি। 

এদিকে তানজিদ অধৈর্য হয়ে উঠেছিলেন! ৯ম ওভারের শেষ বলে ফারাজ আকরামকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মাঠের সবচেয়ে বড় বাউন্ডারির অঞ্চল দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন তানজিদ। সেটি ডিপ মিড উইকেট অঞ্চল এবং ক্যাচ! ক্লাইভ মাদান্দের হাতে জমা পড়ে ২২ বলে ২১ রানে ফিরলেন তানজিদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের রান ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭১। ক্রিজে আছেন হৃদয় আর জাকের।

এআর