জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৪:৪৮ পিএম

ঢাকা: তৌহিদ হৃদয় আর জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি প্রথমবার ফিফটির দেখা পেলেন হৃদয়। 

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ছিল অপরাজিত ৪৭, গত বছর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে। মুজারাবানির দুর্দান্ত বোলিং প্রদর্শনী চলছেই। 

১ বলের ব্যবধানে তিনি ফেরালেন হৃদয় ও জাকেরকে। ওভারে তৃতীয় বলে হৃদয়কে বোল্ড করে ভাঙলেন ৮৭ রানের জুটি। পঞ্চম বলে জাকেরকেও বোল্ড করলেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন মুজারাবানি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং।

হৃদয় ৩৮ বলে ৫৭ রান করে আউট হন। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি অনিক। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

[222828]

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত আউট হন লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনই রয়েছেন দারুণ অফ-ফর্মে। বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটপ্রেমী সবাইকে।

টস হেরে ব্যাট করতে নামার পরও নিজেকে হারিয়ে যেন খুঁজছেন লিটন এবং শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৩.৪ ওভারে (২২ বলে) ২২ রানের জুটি গড়েন লিটন। এরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার। ১৫ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করেছেন তিনি।

নাজমুল হোসেন শান্ত এসে জুটি বাধেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। এই জুটিও খুব বেশিদূর এগুতে পারেনি। মাত্র ৬ রানের জুটি। দলীয় ২৯ রানের মাথায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ৬ রান করেন তিনি।

এআর