ফের ইউরোপ সেরা হয়ে বার্সার মেয়েদের ‘কোয়াড্রপল’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৯:৪৮ এএম

ঢাকা : অলিম্পিক লিওঁর বিপক্ষে আগের চারবারের দেখায় সবগুলোতে হার, যার দুটি ফাইনালে। তবে এবার আর ভুল করল না বার্সেলোনার মেয়েরা। ফরাসি দলটিকে হারিয়ে উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখল তারা। প্রথমবারের মতো ভাসল ‘কোয়াড্রপল’ অর্থাৎ মৌসুমে চার শিরোপা জয়ের আনন্দে।

আথলেতিক বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে শনিবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে আটবারের রেকর্ড চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় বার্সেলোনা নারী দল।

গত বছর মেয়েদের ব্যালন দ’র জয়ী আইতানা বোনমাতি ৬৩তম মিনিটে এগিয়ে নেন দলকে। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ২০২২ সালে বর্ষসেরার পুরস্কারটি জেতা আলেক্সিয়া পুতেয়াস।

এই মৌসুমে আগেই লিগা এফ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে বার্সেলোনার মেয়েরা। এবার তারা জিতল চ্যাম্পিয়ন্স লিগ।

[224170]

ইউরোপের দ্বিতীয় নারী দল হিসেবে এক মৌসুমে চার শিরোপা জয়ের কীর্তি গড়ল তারা। ২০০৬-০৭ মৌসুমে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিল আর্সেনাল। সেবার ঘরোয়া ট্রেবল জয়ের পাশাপাশি উয়েফা উইমেন’স কাপ জিতেছিল ইংলিশ দলটি। প্রতিযোগিতাটির নাম বদলে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর প্রথম দল হিসেবে কোয়াড্রপল জিতল বার্সেলোনা।

এই নিয়ে সবশেষ চার মৌসুমের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনার মেয়েরা। সবশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার তারা খেলল ফাইনালে, এর মধ্যেই তিনবার উঁচিয়ে ধরল ট্রফি।

২০১৮-১৯ ও ২০২১-২২ আসরের ফাইনালে লিওঁর কাছে হেরেছিল বার্সেলোনা। এছাড়া ২০১৭-১৮ মৌসুমের কোয়ার্টার-ফাইনালে দুই দলের দুটি লেগেই জিতেছিল লিওঁ। এবার ফাইনাল জিতে মধুর প্রতিশোধ নিলেন পুতেয়াসরা।

বার্সেলোনার ছেলেদের দল এবার মৌসুম শেষ করতে যাচ্ছে কোনো শিরোপা ছাড়াই। শুক্রবার বরখাস্ত হন কোচ শাভি এর্নান্দেস। এসবের মাঝেই ক্লাবকে অনেক বড় আনন্দের উপলক্ষ এনে দিল তাদের নারী দল।

এমটিআই