ফুটবলকে গুডবাই তোরের

  • ক্রীড়া ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১২:৩৭ পিএম

দেশের হয়ে আর ফুটবল খেলছেন না আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়া ইয়া তোরে। গতকাল বুধবার খোদ নিজেই অবসরের এই ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া প্রসঙ্গে তোরে বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নিতে নিজের কাছে খারাপ লেগেছে। তারপরও আমার মনে হচ্ছে এখনই অবসরের সঠিক সময়। বয়সও কম হয়নি। তাছাড়া দেশ ও ক্লাব দুটোতে একসঙ্গে খেলাটা কঠিনই।’

এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে তোরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গেল কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তোরেকে বাদ দেয়া হয়। দল থেকে বাদ দেয়ার পর তোরের ব্যক্তিগত এজেন্ট গার্দিওলাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যেটি বেশ আলোচনায় আসে।

প্রসঙ্গত, আইভরি কোস্টের হয়ে ১৪টি বছর মাঠ দাপিয়েছেন ইয়া ইয়া তোরে। দেশের জার্সিতে খেলেছেন ১০২টি ম্যাচ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই