প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে দিল আফগানিস্তান

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৬, ০৬:২০ পিএম

আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ম্যাচটিতে আফগানিস্তান ৬৬ রানের জয় পেয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায় বিসিবি একাদশ।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন হাসমতউল্লাহ শহিদি। এছাড়া আজগর স্টানিকজাই ৩১, রশিদ খান ৩০ রান করেন। ৩২ রানে অপরাজিত ছিলেন আশরাফ।

বিসিবি একাদশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু এবং মেহেদি হাসান মিরাজ। ২টি করে নিয়েছেন আবু হায়দার এবং শুভাশিষ রায়।

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। ৯৫ রান করতেই হারায় ৫ উইকেট। চারে নামা মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে দল কিছুটা আশার আলো দেখছিল। ৯৭ বলে ৭৬ রান করে আউট হওয়ার পর কেউই আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ১৬৭ রানেই থেমে যায় বিসিবি একাদশ।

আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। আর ২টি করে উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ এবং রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.২ ওভারে ২৩৩ (মঙ্গল ১০, শাহজাদ ১৭, রহমত ৮, হাশমতুল্লাহ ৬৯, স্তানিকজাই ৩১, রশিদ ৩০, নুরি ১০, আশরাফ ৩২*; নবি ৬, জানাত ৬, দৌলত ০; আলাউদ্দিন ৩/৩২, হায়দার ২/২২, শুভাশীষ ২/৪৪, মোসাদ্দেক ০/১২, সানজামুল ০/৩৭, রাব্বি ০/৩২, মেহেদি ৩/৪৮)

বিসিবি একাদশ: ৩৮.১ ওভারে ১৬৭ (ইমরুল ৮, এনামুল ৫, সাব্বির ৯, মোসাদ্দেক ৭৬, লিটন ৬, মেহেদি ১৫, শুভাগত ৩৪, আলাউদ্দিন ০, আল আমিন ৫, হায়দার ০, সানজামুল ০*; ফরিদ ২/১৯, জানাত ১/২৮, আশরাফ ০/৪, নবি ৪/২৪, হামজা ০/৪৩, রশিদ ২/২৫, রহমত ০/২১)

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর